কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির কনস্টেবল নিয়োগের ডাক্তারি পরীক্ষা

922
0
SSC Constable Notification

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলি (সিএপিএফস) ইত্যাদিতে কনস্টেবল/রাইফেলম্যান (জিডি) নিয়োগের ২০১৮-র পরীক্ষার সফল প্রার্থীদের রিভিউ মেডিকেল এগজামিনেশন (আরএমই) ও ডিটেল্ড মেডিকেল এগজামিনেশন (ডিএমই)-এর আয়োজন করার দায়িত্ব বাহিনীগুলির নোডাল কর্তৃপক্ষ সিআরপিএফ-এর। কোভিডের মহামারীর কারণে লকডাউন ব্যাপকতর হওয়ায় সেই কর্মসূচি স্থগিত হয়ে যায় পুনরাদেশ পর্যন্ত। পরিস্থিতির উন্নতি হলে পরিবর্তিত কর্মসূচি নির্ধারণ করে অনেক আগে থাকতেই জানানো হবে। এজন্য স্টাফ সিলেকশন কমিশন ও সিআরপিএফের ওয়েবসাইটে নজর রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে। ডিআইজি (রিক্রুটমেন্ট) সিআরপিএফ-এর ১৭ জুলাই তারিখের এই ঘোষণাটিও ওই দুই ওয়েবসাইটে দেখা যাবে। যেমন এসএসসির ২২ জুলাই তারিখে দেওয়া এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_22072020.pdf

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল