কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে এএসআই নিয়োগ নয়

643
0
Sub-Inspector result
LLB graduates Lokesh Kumar and Jitender Singh who passed out from the Delhi Police Training School to become Driver Constables. Photo by K. Asif.

দিল্লি পুলিস সহ কেন্দ্রীয় পুলিশ বাহিনীগুলিতে সাব ইনস্পেক্টর ও কেন্দ্রীয় শিল্পনিরাপত্তা বাহিনীতে অ্যাসিঃ সাব ইনস্পেক্টর নিয়োগের জন্য ২০১৯ সালের যে পরীক্ষার অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি গত ১৭ সেপ্টেম্বর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে (https://jibikadishari.co.in/?p=12902) তার মধ্যে কেন্দ্রীয় শিল্পনিরাপত্তা বাহিনীতে (সিআইএসএফ) অ্যাসিঃ সাব ইনস্পেক্টর নিয়োগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতি মাফিক কমিশন একথা জানিয়েছে। কমিশনের এই ঘোষণা (File No 10/4/2019-P&P-II Dated 04/10/2019) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/corrigendum-SICPO-2019_04102019.pdf