Site icon জীবিকা দিশারী

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির কনস্টেবল নিয়োগের মেডিকেল টেস্ট

SSC Constable Notification

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির কনস্টেবল/রাইফেলম্যান (জিডি) নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র লিখিত পরীক্ষার পরিমার্জিত ফল কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে গত ১২ সেপ্টেম্বর। ফিজিক্যাল মেজারমেন্ট/এফিশিয়েন্সি টেস্টের জন্য নির্বাচিত হয়েছিলেন ৫,৩৫,১৬৯ জন  (মহিলা ৬৮,৭৮১, পুরুষ ৪,৬৬,৩৮৮)। সেই পরীক্ষায় সফল হয়ে ডাক্তারি পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ১,৭৫,৩৭০ জন (অনুপস্থিত ১,৫১,৩০৯, উপস্থিত ৩,৮৩,৮৬০, অসফল ২,০৮,৪৯০)। ফিজিক্যাল মেজারমেন্ট/এফিশিয়েন্সি টেস্টের পর সফল হওয়া প্রার্থীদের বিভিন্ন ক্যাটেগরির কাট-অফ মার্কসও প্রকাশিত হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের কার কোথায় কবে মেডিকেল টেস্ট হবে তা যথাসময়ে জানাবেন এই বাহিনীগুলির নোডাল কর্তৃপক্ষ অর্থাৎ সিআরপি, তাদের ওয়েবসাইটে (https://crpf.gov.in/)। স্টাফ সিলেকশন কমিশনের ১৭ ডিসেম্বর ইস্যু করা এই বিজ্ঞপ্তি (No.07/01/2018 –C-1/2) দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/latestnews_Writeup_for_DME_CTGD_2018_17122019.pdf

Exit mobile version