কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীগুলিতে কনস্টেবল নিয়োগের ডাক্তারি পরীক্ষার প্রার্থিসংখ্যা বাড়ল

636
0
CRPF Constable Recruitment

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে ও এনআইএ-র কনস্টেবল (জিডি) ও অসম রাইফেলসে রাইফেলম্যান (জিডি) নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮ সালের পরীক্ষার শারীরিক সক্ষমতা ও মাপজোকের পরীক্ষায় (পিইটি/পিএসটি) সফল হয়ে ডিটেইল্ড মেডিকেল টেস্টের জন্য নির্বাচিত হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে গত ১৭ ডিসেম্বর, তাতে ছিল ১,৫০,৫৪৮ জনের নাম। এরপর গত ৩১ ডিসেম্বর আরও যে ১৯,৭৩৪ জন সফল (কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার বিচারেই) প্রার্থীর নাম জানানো হয়েছিল তারমধ্যে ২,৪০২ জন শারীরিক পরীক্ষায় সফল হন। বিভিন্ন ক্যাটেগরির পুরুষ ও মহিলাদের কাট-অফ মার্কসও বদলে গেছে। ফলাফলে এই বদল হবার ফলে বাড়তি মোট ১,৬৭৮ জন ডাক্তারি পরীক্ষার সুযোগ পাবেন। দুই দফার তালিকা মিলিয়ে মোট ১,৫২,২২৬ জন (মহিলা ২,০৭৫০, পুরুষ ১,৩১,৪৭৬) ডাক্তারি পরীক্ষার জন্য বিবেচিত হলেন। সর্বভারতীয় শূন্যপদের তালিকায় কোনো বদল হয়নি। ডাক্তারি পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের কললেটার যথাসময়ে ইস্যু করবেন নিয়োগকারী বাহিনীগুলির নোডাল কর্তৃপক্ষ সিআরপিএফ, http://crpf.gov.in ওয়েবসাইটে।

স্টাফ সিলেকশন কমিশনের ৪ মার্চের এই বিজ্ঞপ্তি (No. 7/1/2018-C-1/2 (Vol-II)) দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Result_Writeup_PET_PST_Additional_04032020.pdf