ভারতীয় কোস্ট গার্ডে ৯ জন এমটি ড্রাইভার, ফর্ক লিফট অপারেটর, কার্পেন্টার, এমটিএস (পিওন, চৌকিদার), লস্কর নিয়োগ করা হবে৷
শূন্যপদ: এমটি ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১), ফর্ক লিফট অপারেটর: ১ (অসংরক্ষিত), কার্পেন্টার: ১ (অসংরক্ষিত), এমটিএস (পিওন): ১ (ওবিসি), এমটিএস (চৌকিদার): ১ (তপশিলিজাতি), লস্কর: ১ (ওবিসি)৷
যোগ্যতা: এমটি ড্রাইভার (অর্ডিনারি গ্রেড): দশম শ্রেণি পাশ, ভারী ও হালকা যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর অন্তত দুবছরের অভিজ্ঞতা সঙ্গে মোটর মেকানিজমের জ্ঞান৷
ফর্ক লিফট অপারেটর: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সঙ্গে ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স৷
কার্পেন্টার: কার্পেন্টার ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ অথবা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের অভিজ্ঞতা৷
এমটিএস পিওন: ম্যাট্রিকুলেশন সঙ্গে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে দুবছরের অভিজ্ঞতা৷
এমটিএস চৌকিদার: ম্যাট্রিকুলেশন সঙ্গে চৌকিদার হিসাবে অন্তত দুবছরের অভিজ্ঞতা৷
লস্কর: ম্যাট্রিকুলেশন সঙ্গে বোটসার্ভিসে তিন বছরের অভিজ্ঞতা৷
আবেদনের পদ্ধতি: www.indiancoastguard.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ সরকারি ভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তারপর থেকে ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েব সাইট থেকে জানা যাবে৷