কো-অপারেটিভ সার্ভিস কমিশনের ইন্টারভিউ

621
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনের তিনটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগের লেখা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, সঙ্গে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে।

ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও দুসেট স্ব-প্রত্যয়িত জেরক্স, পূরণ করা আবেদনপত্রের ডাউনলোড করা কপি, অ্যাডমিট কার্ড, পাসপোর্ট মাপের দুটি রঙিন ছবি ও সচিত্র পরিচয়পত্র (ভোটার কার্ড/ আধার কার্ড/ প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট) সঙ্গে নিয়ে যেতে হবে।

বিজ্ঞপ্তি নম্বর ০২/২০১৭ (মেমো নম্বর CSC/Rectt-238/206)-এর কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য বাছাই প্রার্থীদের নামের তালিকা দেখতে পারবেন http://184.171.161.219:8080/webcsc/pdf/ni0217.pdf লিঙ্কে।

বিজ্ঞপ্তি নম্বর ০৩/২০১৭ (মেমো নম্বর CSC/Rectt-239/187)-এর কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য বাছাই প্রার্থীদের নামের তালিকা দেখতে পারবেন http://184.171.161.219:8080/webcsc/pdf/ni0317.pdf লিঙ্কে।

বিজ্ঞপ্তি নম্বর ০৪/২০১৭ (মেমো নম্বর CSC/Rectt-240/180)-এর কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য বাছাই প্রার্থীদের নামের তালিকা দেখতে পারবেন http://184.171.161.219:8080/webcsc/pdf/ni0417.pdf লিঙ্কে। অন্যান্য প্রাসঙ্কিক তথ্য জানা যাবে www.webcsc.org ওয়েবসাইটে।