কোচবিহার মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ

1844
0
Coochbehar Recruitment, Jobs in West Bengal,

কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ২ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে৷ এই নিয়োগের মেমো নম্বর: CGMCH/Prin/557/2020. আপাতত তিন মাসের চুক্তিতে নিয়োগ হবে৷

পারিশ্রমিক: প্রতি মাসে ১৩০০০ টাকা৷

যোগ্যতা: গ্র্যাজুয়েশন সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ডেটা ম্যানেজমেন্ট বা সমতুল সার্টিফিকেট৷ বিটেক (কমিম্পউটার সায়েন্স/ এমসিএ/ বিসিএ) থাকলে অগ্রাধিকার৷ সংশ্লিষ্ট ক্ষে্রে এক বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর৷

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: ইন্টারভিউ হবে আগামী ২২ জুন বেলা ১২.৩০ মিনিটে৷ রিপোর্টিং টাইম সকাল ১০.৩০ মিনিট৷ রেজিস্ট্রেশেন করা যাবে সকাল ১১.৩০ পর্যন্ত৷ ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: Lecture Hall, Ground Floor, CGMC, Rajbari Stadium Complex, Coochbehar.

https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/557.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷