কোভিড মোকাবিলায় পুরুলিয়ায় ল্যাব টেকনিশিয়ান নিয়োগ

1264
0
Purulia, State Govt Jobs, Purulia Jobs

পুরুলিয়া জেলায় কোভিড-১৯ মোকাবিলার জন্য জরুরি ভিত্তিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে ল্যাব টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 94, Dated 11.05.2020. মোট ১২টি পদের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে।

শূন্যপদ – ১২টি, এর মধ্যে পিজিএমসিএইসি ৬টি, আরএনপুর এসএসএইচ-এ ১টি, ঝালদায় ১টি, পারায় ১টি, চাকালটোরে ১টি, পাথরডিহিতে ১টি, সিকাবাদে ১টি ।

যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও অঙ্ক সহ ১০+২ উত্তীর্ণ হতে হবে। সঙ্গে রাজ্য বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিএমএলটি/ ডিএমএলটি / ডিএলটি থাকতে হবে। এছাড়া ব্ল্যাড টেস্টে বা ব্লাড কম্পোনেন্টস প্রস্তুতির কাজে ছয় মাসের অভিজ্ঞতা থাকলে এবং ডিএমএলটি/ডিএলটি নিয়ে পোস্ট-গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে অগ্রাধিকার।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর।

পারিশ্রমিক: মাসে ১৭,২২০ টাকা।

আবেদন: আগামী ১৫ মে সকাল ১১টা নাগাদ ইন্টারভিউ নেওয়া হবে। প্রাসঙ্গিক প্রমাণপত্রাদি ও ডাউনলোড করা বয়ানে পূরণ করা আবেদন সহ উপস্থিত হতে হবে। ইন্টারভিউ স্থল: Office of the CMOH & Secretary, DH&FWS, Ranchi Road, Purulia.

আবেদন পত্রের বয়ান ডাউনলোডের লিঙ্ক: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/941.pdf

বিজ্ঞপ্তির লিঙ্ক: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/941.pdf

 

 

 

Purulia, State Govt Jobs, Purulia Jobs