Site icon জীবিকা দিশারী

খড়গপুর আইআইটি লাইব্রেরিতে প্রফেশনাল ট্রেনি নিয়োগ

IIT Kharagpur recruitment 2023

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুরের সেন্ট্রাল লাইব্রেরিতে ১২ জন প্রফেশনাল ট্রেনি নিয়োগ করা হবে। পদসংরক্ষণ থাকবে নিয়মানুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: R/02/2020 dated 27/01/2020.

যোগ্যতা: বিলিব ও এমলিব (ব্যাচেলর অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ও মাস্টার অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স)-এ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকলে অগ্রাধিকার।

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: সময়সীমা এক বছর, ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৬০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: http://www.iitkgn.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট সই করে যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে The Librarian, Central Library, IIT Kharagpur 721302, West Bengal ঠিকানায়। খামের উপরে লিখতে হবে ‘Application for PROFESSIONAL TRAINEE’, পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে আগামী ১০ মার্চের মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইটে জানা যাবে।

Exit mobile version