Site icon জীবিকা দিশারী

গণিতে ` নোবেল’ পেলেন ভারতীয় বংশোধ্ভূত অক্ষয় ভেঙ্কটেশ


জন্মের দু বছর বয়সেই পরিবারের সঙ্গে দিল্লি থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি দেওয়া। সেখানেই বড় হয়ে ওঠা। আর বছর-বছর নিজের প্রতিভার পরিচয় দিয়ে যাওয়া। বিস্ময়কর প্রতিভা আর পড়াশোনার দুনিয়ায় একের পর এক পুরস্কার জিতে নেওয়া। প্রিয় বিষয় ম্যাথমেটিক্স। আর আজ সেই অঙ্কের প্রতিভারই স্বীকৃতি হিসেবে পেলেন জন চার্লস ফিল্ডস  পদক। জন চার্লস ফিল্ড একজন কানাডীয় গণিতবিদ এবং ফিল্ডস পদক-এর প্রতিষ্ঠাতা। ফিল্ডস পদককে গণিতের নোবেল পুরস্কার হিসেবে গণ্য করে আসছেন বিজ্ঞানী মহল। প্রতি চার বছর অন্তর গণিতের প্রতিভার জন্য কানাডীয় গণিতবিদের নামে ফিল্ডস পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এ€বার গণিতের সেই নোবেল পুরস্কারই পেলেন ভারতীয় বংশোদ্ভূত প্রতিভাময় গণিতবিদ-বিজ্ঞানী অক্ষয় ভেঙ্কটেশ, অন্যজন পিটার  শোল্‌ৎসে। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে এই পুরস্কার প্রদান করা হয়।। অক্ষয় ভেঙ্কটেশ-এর জন্ম নয়া দিল্লিতে। এগারো-বারো বছর বয়সে সেখানকার ফিজিক্স ও ম্যাথস অলিম্পিয়াডে অংশ নেওয়া এবং জয়ীর মেডেল গলায় পরা। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ও আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে তিনি ১২ বছর বয়সে অংশগ্রহণ করেছিলেন। উভয় ক্ষেত্রেই তিনিই পদক জয়ী একমাত্র অস্ট্রেলীয়। মাত্র ১৩ বছর বয়সে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হন। এত কম বয়সে তাঁর আগে কেউ এই বিশ্বদ্যিালয়ে ভর্তি হননি। মাত্র ২০ বছর বয়সে পিএইচডি করে ফেলেন। ভেঙ্কটেশ ১৯৯৩ সালে ২৪তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড-এ ব্রোঞ্জ পদক লাভ করেন। ১৯৯৪ সালে ৬ষ্ঠ এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াডে রৌপ্য পদক এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড-এ ব্রোঞ্জ পদক লাভ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০৮ সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন। সেই অক্ষয় বেঙ্কটেশ-এর হাতেই এ বার উঠে এল ফিল্ডস নোবেল নামাঙ্কিত গণিতের নোবেল পুরস্কার। এই পুরস্কার প্রথম প্রচলন হয় ১৯৩৬ সালে।২০১৪ সালে মরিয়ম মির্জাখানি নামে এক ইরাণীয় নারী হিসাবে প্রথম পদক লাভ করেন। একজন গণিতবিদের জন্য ফিল্ডস পদক হল সর্বোচ্চ সম্মাননা। ৪০ বছর কম বয়সি প্রতিভা সম্পন্ন গণিতবিদই এই পুরস্কার পেয়ে থাকেন।

 

Exit mobile version