Site icon জীবিকা দিশারী

গেট স্কোরের ভিত্তিতে রাজ্য বিদ্যুতে অ্যাসিঃ ইঞ্জিনিয়ার নিয়োগ

WBPDCL Recruitment 2023

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, আইটিঅ্যান্ডসি) নিয়োগ করা হবে। নোটিফিকেশন নম্বর: MRP/2018/03  Date 23/08/2018. প্রার্থী বাছাই করা হবে গেট ২০১৯ স্কোরের ভিত্তিতে।

বেতনক্রম: ১৫৬০০-৩৯১০০ টাকা, গ্রেড পে ৫৪০০ টাকা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): এআইসিটিই বা আইআইটি স্বীকৃত ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স (কম্বাইন্ড)/ পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে বিএ/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি (ল্যাটারাল এন্ট্রি থাকলেও আবেদন করতে পারবেন)/ ফিজিক্সে বিএসসি অনার্স সঙ্গে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের বিটেক। অথবা এআইসিটিই/ এএমআইই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল): এআইসিটিই বা আইআইটি স্বীকৃত সিভিল ইঞ্জিনিয়ারিং/ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএ/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি। অথবা এআইসিটিই/ এএমআইই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): এআইসিটিই বা আইআইটি স্বীকৃত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে  বিএ/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি (ল্যাটারাল এন্ট্রি থাকলেও আবেদন করতে পারবেন)। অথবা এআইসিটিই/ এএমআইই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটিঅ্যান্ডসি): এআইসিটিই/ আইআইটি স্বীকৃত ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বিএ/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি/ এমএসসি (কম্পিউটার সায়েন্স)/ এমসিএ/ বিএসসি অনার্স সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের বিটেক।

গেট পেপার কোড: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই), সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইমফরমেশন টেকনোলজি (সিএল)।

আবেদনের পদ্ধতি: www.wbsedcl.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৫ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত। গেট সম্পর্কে বিস্তারিত জানা যাবে http://appsgate.iitm.ac.in ওয়েবসাইট থেকে।

 

Exit mobile version