গ্রামীণ ডাকসেবক ফলপ্রকাশ মামলায় বিচারাধীন

1519
1
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

ডাক বিভাগের পশ্চিম বঙ্গ সার্কলে গ্রামীণ ডাকসেবক নিয়োগের সব ক্যাটেগরির অনলাইন প্রার্থিবাছাই প্রক্রিয়ার ফল প্রকাশ আপাতত আদালতের বিচারাধীন। কলকাতা হাইকোর্টের ক্যাট-এ দায়ের হওয়া মামলার কারণে ফল ঘোষণার বিষয়টি বিচারাধীন।

ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কলের চিফ পোস্ট মাস্টার জেনারেলের দপ্তর থেকে ৯ জুলাই ২০১৮ তারিখে এডিপিএস (রিক্রুটমেন্ট)-এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানান।

বিজ্ঞপ্তি নম্বর Rectt./R-100/Online/GDS/V01-Vl.

বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:    http://www.westbengalpost.gov.in/docs/upload/7285b57cc0a9957f05ddca237ee3542d.pdf