পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায় পাঁচ স্কুলে চাকরি

839
0
Teacher Recruitment

পূর্ব মেদিনীপুরের স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএ/বিএসসি পাশ বিএড (ওয়ার্ক এডুকেশন) তপশিলি উপজাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই৷ যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স সহ ১৪ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে৷ ঠিকানা: The Administrator, Kayemgeria D M High School (HS), PO Kayemgeria, PS Bhupatinagar, Dist Purba Medinipur, Pin-721444.

উত্তর ২৪ পরগনার স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে চার জন শিক্ষিকা চাই৷ ১) বিএসসি পিওর সায়েন্স অসংরক্ষিত৷ ২) বিএসসি পিওর সায়েন্স ওবিসি এ৷ ৩) বিএসসি বায়োসায়েন্স অসংরক্ষিত৷ ৪) কম্বিনেশেনে ইংরেজি সহ বিএ পাশ অসংরক্ষিত৷ সবক্ষেত্রেই প্রশিক্ষণপ্রাপ্তরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন৷ যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৬ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে৷ ঠিকানা: মছলন্দপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয় (উঃমাঃ) গ্রাম ও পোস্ট মছলন্দপুর, উত্তর ২৪ পরগনা, পিন-৭৪৩২৮৯৷

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি
  1. ৩০ জুন ২০০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ পাস গ্র্যাজুয়েট বিএড সহশিক্ষক চাই৷ যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৪ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে৷ ঠিকানা: সম্পাদক, মোহনপুর কে কে জি সি ইনস্টিটিউশন, পোঃ সাউথ মোহনপুর, জেলা- দক্ষিণ ২৪ পরগনা, পিন-৭৪৩৬১০৷
  2. ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাশ বিএড সহশিক্ষক চাই৷ যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৪ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে৷ ঠিকানা: সম্পাদক, আমড়াতলা গোঁসাইদাস হাই স্কুল উচ্চমাধ্যমিক, পোঃ হারানন্দপুর, থানা মগরাহাট, জেলা-দক্ষিণ ২৪ পরগনা, পিন-৭৪৩৫০৩৷
হুগলির স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাশ অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই৷ ট্রেনিং থাকলে অগ্রাধিকার৷ যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৪ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে আবেবদন করতে হবে৷ ঠিকানা- The Secretary, Gopinathpur High School, Paschim Gopinathpur, Hooghly, Pin-712403.