চার বছরে  ৪০ লক্ষ কর্মসংস্থানের ভাবনা কেন্দ্রীয় সরকারের

650
0
WB DM Office Job Vacancy

চার বছরে প্রায় ৪০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ। এরকমই পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগেই জাতীয় টেলিকম নীতির খসড়া প্রকাশ করেছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। তাতে ২০২২ সালের মধ্যে সমস্ত ক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তিনির্ভর পরিষেবা, দেশের বিভিন্নপ্রান্তে আরও দ্রুত গতির নেট পরিষেবা দেওয়া এবং ৫ জি নেট চালু করার ব্যাপারে পরিকল্পনা করেছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। সে ক্ষেত্রে এই সেক্টরে প্রায় ৪০ লক্ষ কর্মসংস্থান হবে বলে আশা করছে তারা।

জাতীয় টেলিকম নীতির খসড়া অনুযায়ী প্রায় সাড়ে ছয় লক্ষ কোটি টাকা লগ্নির পরিকল্পনা নেওয়া হয়েছে। উন্নত মানের পরিষেবা প্রদান ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য স্বাবাভিকভাবেই প্রচুর কর্মসংস্থানের প্রয়োজন। আজকালকার দিনে দেশের অন্যতম দ্রুত অগ্রগতির ক্ষেত্র হিসাবে ধরা হচ্ছে এই টেলিকম ক্ষেত্রকে, সেই বিষয় মাথায় রেখেই এই বিপুল কর্মসংস্থানের কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।