চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে ১৫২ স্টাফ নার্স, স্পেশালিস্ট অফিসার

1893
0
CHittaranjan Cancer Hospital, Nurse Recruitment,

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 619/2021

শূন্যপদ: স্পেশ্যালিস্ট গ্রেড ১ পদ  রয়েছে ১৪ (অসংরক্ষিত ৯, এসসি ১, এসটি ১, ওবিসি ৩), স্পেশ্যালিস্ট গ্রেড ২ পদ রয়েছে ৩২  (অসংরক্ষিত ১৬, এসসি ৫, এসটি ৩, ওবিসি ৮), স্টাফ নার্স ১০৬ (অসংরক্ষিত ৩৯ + ৪ (পিডব্লুডি), এসসি ২২, এসটি ৫, ওবিসি ২৬, ইডব্লুএস ১০)।

স্পেশ্যালিস্ট গ্রেড-১ অফিসার: এমসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে এমডি/ডিএনবি/সমতুল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। টিচিং হাসপাতাল বা মেডিকেল কলেজে ক্যান্সার উইং-এ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছর।

স্পেশ্যালিস্ট গ্রেড-২ অফিসার: এমসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে এমডি/ডিএনবি/সমতুল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর।

স্টাফ নার্স: জিএনএম, সঙ্গে অনকোলজি নার্সিং নিয়ে ডিপ্লোমা অথবা, বেসিক / পোস্ট বেসিক বিএসসি নার্সিং, অথবা, জিএনএম সঙ্গে অন্তত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/স্টেট নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে।  বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।

সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। ১৮ মার্চ, ২০২১ আনুজায়ি বয়সের ছাড় রয়েছে ।

আবেদন:  ১৯ ফেব্রুয়ারি, ২০২১ থেকে আগামী ১৮ মার্চ, ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন ফি: অসংরক্ষিত, ওবিসি, ইডব্লুএস প্রার্থীদের জন্য ১০০০ টাকা এবং এসসি/এসটি প্রার্থীদের জন্য ৫০০ টাকা।

আবেদনের জন্য লিঙ্ক: ক্লিক করুন

বিস্তারিত বিজ্ঞপ্তি: ক্লিক করুন

CHittaranjan Cancer Hospital, Nurse Recruitment