চোখের যত্ন ও চশমা তৈরির প্রশিক্ষণ

1694
0
spectacle-corse-picture

চোখের প্রাথমিক যত্ন এবং চশমা তৈরির প্রশিক্ষণের জন্য দরখাস্ত চাইছে পশ্চিমবঙ্গ তপশিলি জাতি ও আদিবাসী উন্নয়ন ও বিত্ত নিগম। সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সহায়তায় এই কোর্স করানো হবে। নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলার তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীরাই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। প্রশিক্ষণের মেয়াদ ৮ সপ্তাহ। শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণি পাশ। বয়সসীমা: বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছর। পারিবারিক বার্ষিক আয় হতে হবে শহরাঞ্চলের ক্ষেত্রে ১ লক্ষ ২০ হাজার টাকা এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে ৯৮ হাজার টাকার মধ্যে। আবেদন করতে হবে অনলাইনে w w ওয়েবসাইটের মাধ্যমে। বিস্তারিত জানতে পারবেন পশ্চিমবঙ্গ তপশিলি জাতি ও আদিবাসী উন্নয়ন ও বিত্ত নিগমের সল্টলেকের অফিসে। ফোন নম্বর: ৯৮৩০২৮৭৮৫১/ ৮৯২৬৯২০০৪৯। আবেদনের শেষ তারিখ ৬ সেপ্টেম্বর, ২০১৭।