জলপাইগুড়ির স্কুলে চাকরি

1020
0

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে।

১) বায়োসায়েন্সে বিএসসি (পাশ) অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী।

২) ইংরেজিতে বিএ (পাশ) ওবিসি বি। বিএড থাকলে অগ্রাধিকার।

যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও দুসেট জেরক্স সহ ৭ আগস্ট ২০১৮ তারিখ সকাল ১১টায় সরাসরি উপস্থিত হতে হবে।

ঠিকানা: The Secretary, Barapatia P. R. N. High School (HS), Rangdhamali, Jalpaiguri-735121.