জাতীয় বীজ নিগমে ২২০ অ্যাসিস্ট্যান্ট ও ট্রেনি নিয়োগ

2370
0

কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রকের অধীন ন্যাশনাল সিডস কর্পোরেশন লিমিটেডে ২২০ জন অ্যাসিস্ট্যান্ট ও ট্রেনি নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: RECTT/1/20/NSC/2020. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট (লিগ্যাল) গ্রেড ওয়ান: ৩, ম্যানেজমেন্ট ট্রেনি (প্রোডাকশন): ১৬, ম্যানেজমেন্ট ট্রেনি (হর্টিকালচার): ১, ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং): ৭, ম্যানেজমেন্ট ট্রেনি (হিউম্যান রিসোর্স): ২, ম্যানেজমেন্ট ট্রেনি (এগ্রিকালচার ইঞ্জিনিয়ার): ৪, ম্যানেজমেন্ট ট্রেনি (সিভিল ইঞ্জিনিয়ার): ১, ম্যানেজমেন্ট ট্রেনি (কোয়ালিটি কন্ট্রোল): ২, ম্যানেজমেন্ট ট্রেনি (মেটিরিয়াল ম্যানেজমেন্ট): ৩, সিনিয়র ট্রেনি (এগ্রিকালচার): ২৯, সিনিয়র ট্রেনি (এগ্রিকালচার) প্ল্যান্ট প্রোটেকশন: ৩, সিনিয়র ট্রেনি (হর্টিকালচার): ১, সিনিয়র ট্রেনি (মার্কেটিং): ১০, সিনিয়র ট্রেনি (হিউম্যান রিসোর্স): ৫, সিনিয়র ট্রেনি (লজিস্টিক্স): ৫, সিনিয়র ট্রেনি (কোয়ালিটি কন্ট্রোল): ১, সিনিয়র ট্রেনি (অ্যাকাউন্টস): ৫, ডিপ্লোমা ট্রেনি (এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং): ৪, ডিপ্লোমা ট্রেনি (ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং): ৩, ট্রেনি (এগ্রিকালচার): ১৮, ট্রেনি (মার্কেটিং): ১৭, ট্রেনি (হিউম্যান রিসোর্স): ৮, ট্রেনি (এগ্রিকালচার স্টোরস): ৪, ট্রেনি (পারচেজ): ২, ট্রেনি (টেকনিশিয়ান): ২৭, ট্রেনি (স্টোরস ইঞ্জিনিয়ারিং): ৯, ট্রেনি (স্টেনোগ্রাফার): ১৩, ট্রেনি (কোয়ালিটি কন্ট্রোল): ৩, ট্রেনি (ডেটা এন্ট্রি অপারেটর): ৩, ট্রেনি (অ্যাকাউন্টস): ৬, ট্রেনি মেট (এগ্রিকালচার): ৩৷

পারিশ্রমিক/ স্টাইপেন্ড: অ্যাসিস্ট্যান্ট (লিগ্যাল) গ্রেড ওয়ান পদে বেতন ২২০০০-৭৭০০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷ ম্যানেজমেন্ট ট্রেনির ক্ষেত্রে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৪৭৪৮০ টাকা করে স্টাইপেন্ড৷ সিনিয়ল/ ডিপ্লোমা ট্রেনির ক্ষেত্রে স্টাইপেন্ড ২৬১১৪ টাকা, ট্রেনির ক্ষেত্রে স্টাইপেন্ড ২০১৭৯ টাকা ও ট্রেনি মেটের ক্ষেত্রে প্রতি মাসে ১৯৫৮৬ টাকা৷

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের ফি: ৫০০ টাকা সঙ্গে জিএসটি ও সার্ভিস চার্জ৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.indiaseeds.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন এখনও শুরু হয়নি, আবেদন শুরুর দিন সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে, আবেদন শুরু হলে আমাদের পোর্টালেও জানিয়ে দেওয়া হবে৷

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল