জিএসআই ও গ্রাউন্ডওয়াটার বোর্ডে ১০২ জিওলজিস্ট, কেমিস্ট, জুনিঃ হাইড্রোজিওলজিস্ট

1096
0

কেন্দ্রীয় সরকারের জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ায় ৯৯ জন জিওলজিস্ট (গ্রুপ এ), জিওফিজিসিস্ট (গ্রুপ এ), কেমিস্ট (গ্রুপ এ) এবং সেন্ট্রাল গ্রাউন্ডওয়াটার বোর্ডে ৩ জন জুনিয়র হাইড্রোজিওলজিস্ট সায়েন্টিস্ট বি (গ্রুপ এ) নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট অ্যান্ড জিওলজিস্ট এগজামিনেশন ২০২০-এর মাধ্যমে। এগজামিনেশন নোটিস নম্বর: 02/2020-GEOL. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন। পরীক্ষা হবে ১৯ জানুয়ারি ২০২০।

শূন্যপদক্যাটেগরি ওয়ান: দপ্তর– জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, মিনিস্ট্রি অব মাইনস। ১) জিওলজিস্ট: ৭৯। ২) জিওফিজিসিস্ট: ৫। ৩) কেমিস্ট: ১৫।

ক্যাটেগরি টু: দপ্তর: সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, মিনিস্ট্রি অব ওয়াটার রিসোর্সেস। ১) জুনিয়র হাইড্রোজিওলজিস্ট (সায়েন্টিস্ট বি): ৩।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে জিওলজিস্ট, জিওফিজিসিস্ট ও কেমিস্ট পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২১-৩২ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৮৮-১ জানুয়ারি ১৯৯৯ সালের মধ্যে), জুনিয়র হাইড্রোজিওলজিস্ট পদের ক্ষেত্রে ২১-৩৫ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৮৫-১ জানুয়ারি ১৯৯৯)। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতাজিওলজিস্ট: জিওলজিক্যাল সায়েন্স/ জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজি/ জিও এক্সপ্লোরেশন/ মিনারেল এক্সপ্লোরেশন/ ইঞ্জিনিয়ারিং জিওলজি/ মেরিন জিওলজি/ আর্থ সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট/ ওশেনোগ্রাফি অ্যান্ড কোস্টাল এরিয়াজ স্টাডিজ/ পেট্রোলিয়াম জিওসায়েন্সেস/ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন/ জিওকেমিস্ট্রি/ জিওলজিক্যাল টেকনোলজি/ জিওফিজিক্যাল টেকনোলজিতে মাস্টার ডিগ্রি।

জিওফিজিসিস্ট: ফিজিক্স/ অ্যাপ্লায়েড ফিজিক্স/ জিওফিজিক্স/ অ্যাপ্লায়েড জিওফিজিক্স/ মেরিন জিওফিজিক্সে এমএসসি বা ইন্টিগ্রেটেড এমএসসি (এক্সপ্লোরেশন জিওফিজিক্স) বা এমএসসি টেক (অ্যাপ্লায়েড জিওফিজিক্স)।

কেমিস্ট: কেমিস্ট্রি/ অ্যাপ্লায়েড কেমিস্ট্রি/ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে এমএসসি।

জুনিয়র হাইড্রোজিওলজিস্ট (সায়েন্টিস্ট বি): জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজি/ মেরিন জিওলজিতে মাস্টার ডিগ্রি।

ফি: ২০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতিhttp://www.upsconline.nic.in  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরীক্ষার সিলেবাস সহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে http://www.upsconline.nic.in  এবং www.upsc.gov.in  ওয়েবসাইট থেকে। পরীক্ষার দিন সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ কেন্দ্র বা রাজ্য সরকারের ইস্যু করা ফোটো আইডি কার্ড) নিয়ে যেতে হবে।