জিপমার-এ ১০৭ নার্সিং অফিসার, টেকনিশিয়ান

1293
0

জওহরলাল ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে গ্রুপ `বি’ ও `সি’ পদে ১০৭ জন কর্মী নিয়োগ করা হবে।

গ্রুপ `বি’ পদগুলির শূন্যপদ: পোস্ট কোড ১১২০১৯: নার্সিং অফিসার: ৮৫ (অসংরক্ষিত ৪৩, ইডব্লুএস ৯, ওবিসি ১২, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১৪)। পোস্ট কোড ১২২০১৯: মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট: ১৫ (অসংরক্ষিত ১, ইডব্লুএস ২, ওবিসি ১, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৬)। পোস্ট কোড ১৩২০১৯: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর: ১ (অসংরক্ষিত)। পোস্ট কোড ১৪২০১৯: সাইকিয়াট্রিক নার্স: ১ (অসংরক্ষিত)। পোস্ট কোড ১৫২০১৯: জুনিয়র ইঞ্জিনিয়ার (এয়ার কন্ডিশনিং): ১ (অসংরক্ষিত)। পোস্ট কোড ১৬২০১৯: ইলেক্ট্রনিক্স অ্যাসিস্ট্যান্ট (ওয়ার্কশপ): ১ (অসংরক্ষিত)।

গ্রুপ ‘সি’ পদগুলির শূন্যপদ: পোস্ট কোড ১৭২০১৯: ইইজি টেকনিশিয়ান: ১ (অসংরক্ষিত)। পোস্ট কোড ১৮২০১৯: ইউরো টেকনিশিয়ান: ১ (অসংরক্ষিত)। পোস্ট কোড ১৯২০১৯: ডেন্টাল মেকানিক: ১ (অসংরক্ষিত)।

যোগ্যতা, বেতন ও বয়স: নার্সিং অফিসার: ১) জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিগ্রি বা ডিপ্লোমা বা সমতুল সঙ্গে ২) ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা অন্য কোনো স্টেট নার্সিং কাউন্সিলে নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত। লেভেল ৭ অনুযায়ী মূল বেতন ৪৪৯০০ টাকা (পুর্নবিন্যাসের আগে)। বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।

মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট: মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা। লেভেল ৬ অনুযায়ী মূল বেতন ৩৫৪০০ টাকা (পুর্নবিন্যাসের আগে)। বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

ফিজিক্যাল ইনস্ট্রাক্টর: ১) ১০+২ বা সমতুল সঙ্গে ২) ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি (বিপিএড)। কোনো নামী ইনস্টিটিউট ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের অভিজ্ঞতা বাঞ্ছনীয়। লেভেল ৬ অনুযায়ী মূল বেতন ৩৫৪০০ টাকা (পুর্নবিন্যাসের আগে)। বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

সাইকিয়াট্রিক নার্স: ১) নার্সিংয়ে ডিগ্রি বা সমতুল, ২) আইএনসি অ্যাক্ট ১৯৪৭-এর অধীন নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত, ৩) সাইকিয়াট্রি নার্সিংয়ে ডিপ্লোমা এবং ৪) হাসপাতাল/ ইনস্টিটিউটে স্টাফ নার্স হিসেবে তিন বছরের কাজের অভিজ্ঞতা। লেভেল ৮ অনুযায়ী মূল বেতন ৪৭৬০০ টাকা (পুর্নবিন্যাসের আগে)। বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।

জুনিয়র ইঞ্জিনিয়ার (এয়ার কন্ডিশনিং): ১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট সঙ্গে ২) লার্জ স্কেল এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজেরেশন সিস্টেম মেরামতি ও রক্ষণাবেক্ষণের দু বছরের অভিজ্ঞতা অথবা ১) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে তিন বছরের ডিপ্লোমা এবং ২) লার্জ স্কেল এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজেরেশন সিস্টেম মেরামতি ও রক্ষণাবেক্ষণের তিন বছরের অভিজ্ঞতা। লেভেল ৬ অনুযায়ী মূল বেতন ৩৫৪০০ টাকা (পুর্নবিন্যাসের আগে)। বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

ইলেক্ট্রনিক্স অ্যাসিস্ট্যান্ট (ওয়ার্কশপ): ১) ইলেক্ট্রনিক্স বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ইলেক্ট্রনিক্স বা ইলেক্ট্রিক্যালে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সঙ্গে ইলেক্ট্রনিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের দু বছরের অভিজ্ঞতা। লেভেল ৬ অনুযায়ী মূল বেতন ৩৫৪০০ টাকা (পুর্নবিন্যাসের আগে)। বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে।

ইইজি টেকনিশিয়ান: ১) নিউরো টেকনোলজিতে ডিগ্রি অথবা ১) নিউরো টেকনোলজিতে দু বছেরর ডিপ্লোমা সঙ্গে হাসপাতালে ইইজি মেশিন সামলানোর এক বছরের অভিজ্ঞতা। লেভেল ৫ অনুযায়ী মূল বেতন ২৯২০০ টাকা (পুর্নবিন্যাসের আগে)। বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

ইউরো টেকনিশিয়ান: ১) রেডিওগ্রাফি/ রেডিওগ্রাফি সায়েন্সে (দু বছরের কোর্সে) ডিপ্লোমা এবং ২) সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা অথবা মেডিকেল রেডিয়েশন টেকনোলজিতে ডিগ্রি। লেভেল ৪ অনুযায়ী মূল বেতন ২৫৫০০ টাকা (পুর্নবিন্যাসের আগে)। বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

ডেন্টাল মেকানিক: ১) ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে ২) কোনো হাসপাতালে ডেন্টাল মেকানিক হিসেবে কাজের অভিজ্ঞতা/ অন্তত দু বছর ডেনটিস্ট হিসেবে কাজ অথবা প্রসথেটিক ল্যাবরেটরির কাজে দু বছরের অভিজ্ঞতা।

সবক্ষেত্রেই বয়স সম্পূর্ণ হতে হবে ২০ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতাও সম্পূর্ণ হতে হবে আগামী ২০ জানুয়ারির মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১৫০০ টাকা সঙ্গে ট্র্যানজ্যাকশন চার্জ। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ১২০০ টাকা সঙ্গে ট্র্যানজ্যাকশন চার্জ। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে।

শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://www.jipmer.edu.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২০ জানুয়ারি বিকাল ৪.৩০ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।