জেইইই (মেইন) ও নিট আপাতত স্থগিত

schedule
2020-04-01 | 14:20h
update
2020-04-01 | 14:26h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

৫, ৭, ৯ ও ১১ এপ্রিলের জয়েন্ট এন্ট্রান্স (মেইন) পরীক্ষা স্থগিত রাখা হল। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী মে মাসের শেষ সপ্তাহে এই পরীক্ষা গ্রহণ করা হতে পারে। পরবর্তী তারিখ বিজ্ঞপ্তি দিয়ে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় নির্দেশিকা থাকার জন্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১৫ এপ্রিলের পর পরিস্থিতি অনুযায়ী অ্যাডমিট কার্ড –এর বিষয়টিও জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তির লিঙ্ক: https://nta.ac.in/Download/Notice/Notice_20200331111902.pdf

Advertisement

অন্যদিকে, জাতীয় স্তরের আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নিট সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিট পরীক্ষার (প্রি মেডিকেল এন্ট্রান্স টেস্ট ) ব্যাপারে ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩ মে, ২০২০ যে পরীক্ষা হওয়ার কথা ছিল, মে মাসের শেষ সপ্তাহে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কারণে ২৭ মার্চ উক্ত পরীক্ষার অ্যাডমিট কার্ড আপলোড করা হয়নি। পরবর্তী তারিখ ১৫ এপ্রিলের পর জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তির লিঙ্ক: https://nta.ac.in/Download/Notice/Notice_20200327144704.pdf

 

 

UGC, JEE Exam

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2024 - 22:57:20
Privacy-Data & cookie usage: