অবশেষে ঘোষণা করা হল JEE এবং NEET-এর অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ। লকডাউনের কারণে স্থগিত হওয়া দুটি সর্বভারতীয় পরীক্ষার নতুন তারিখ জানাল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন যে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা ১৮ থেকে ২৩ জুলাই এবং অল ইন্ডিয়া মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ২৬ জুলাই নেওয়া হবে।
কোভিড -১৯ সংক্রমণের কারণে দেশব্যাপী লকডাউনের ফলে এই মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষাও অন্যান্য পরীক্ষার মতো স্থগিত রাখা হয়েছিল। সারা দেশে প্রায় ১৫ লক্ষ প্রার্থী ইতিমধ্যে নিট পরীক্ষার জন্য আবেদন করেছেন এবং প্রায় পাঁচ লাখ প্রার্থী ইতিমধ্যে জেইই মেইন পরীক্ষার জন্য আবেদন করেছেন ।
জাতীয় টেস্টিং এজেন্সি আরও বলেছে যে অনেক পরীক্ষার্থী লকডাউনের কারণে স্থানান্তরিত হয়েছেন, সুতরাং সেই পরীক্ষাগুলির জন্য তাঁদের অনলাইনে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করার সুযোগ থাকবে।
এ ছাড়া সিবিএসই এবং আইসিএসই বোর্ডের পরীক্ষার তারিখও কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে।
JEE, NEET, Joint Entrance Exam