জেক্সপোর দ্বিতীয় দফায় কাউন্সেলিং

1078
0
JEXPO, VOCLET, Diploma Engineering, NEP

জেক্সপোর মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার স্পন্সর্ড পলিটেকনিকগুলিতে দ্বিতীয় দফায় বিশেষ ম্যানুয়াল কাউন্সেলিং-এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির ডিপ্লোমা কোর্সগুলিতে ফাঁকা আসন থাকার জন্য ফের দ্বিতীয় দফায় কাউন্সেলিং নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কাউন্সেলিং হবে আগামী ৩০ জুলাই, ও ৩১ জুলাই। কাউন্সেলিং স্থল – Kolkata Karigori Bhavan, 110, S.N. Banerjee Road, Kolkata- 700013.

বিস্তারিত জেনে নেওয়া যাবে www.webscte.co.in  লিঙ্কে।