জেনারেল নলেজ : একাধিক পরীক্ষার প্রস্তুতির জন্য

4948
0
General Knowledge, GK

১) ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন?

–  স্যার রোনাল্ড রস

২)  সরাসরি বাষ্পায়ন হওয়াকে কী বলে?

-ঊর্ধ্বপাতন

৩) পৃথিবীর সবথেকে ভারী মৌল কোনটি?

– ইউরেনিয়াম

৪) যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে, তাকে কী বলে?

– হিমাঙ্ক

৫) মানবদেহে লোহিত কণিকার আয়ু কতদিন?

– ১২০ দিন

৬) সমুদ্রতল থেকে ওপরের দিকে শ্বাসকষ্ট হয় কেন?

– ওপরে বায়ুর চাপ বেশি থাকে

৭) একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে কী বলা হয়?

– পারমাণবিক সংখ্যা

৮) লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কী?

– কাভারাত্তি

৯) আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

– স্যাভল পিক (প্রায় ৭৫০ মিটার)

১০) ভারত ও চিনের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনটির নাম কী?

– ম্যাকমেহন লাইন

১১) নাকো হ্রদ কোথায় অবস্থিত?

– হিমাচল প্রদেশে

১২) কোন দেশকে “ল্যান্ড অব কেক” বলা হয়?

– স্কটল্যান্ডকে

১৩) আলিপুরদুয়ার জেলা কত সালে গঠিত হয়?

– ২০১৪ সালে

১৪) ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম কোনটি?

– আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

১৫) ইংরেজদের সঙ্গে মীর কাশিমের যুদ্ধ কোথায় হয়েছিল?

– বক্সারের যুদ্ধ, ১৯৬৪ সালে

১৬) শকারি উপাধি কে গ্রহণ করেন?

– গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত, পশ্চিম ভারত থেকে শকদের আধিপত্যের অবসান ঘটানোর জন্য

১৭) জাতিসংঘের সরকারি ভাষা কয়টি?

– ৬টি (ইংরেজি, আরবি, ফরাসি, চিনা, রুশ ও স্প্যানিশ)

১৮) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ক’বার সংশোধিত হয়েছে?

– একবার সংশোধিত হয়েছে  (১৯৭৬ সালে )

১৯) অশোক মেহেতা কমিশন কী  কারণে গঠন করা হয়েছিল?

– পঞ্চায়েত রাজব্যবস্থা পর্যালোচনার জন্য

২০) শনি গ্রহে পাঠানো মহাকাশযানের নাম কী?

– ক্যাসিনি

 

General Knowledge, GK