জেনারেল নলেজ : একাধিক সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য

1999
0

১) ডিডিটির পূর্ণ রূপ কী?

– ডাই – ক্লোরো – ডাই -ফিনাইল – ট্রাই – ক্লোরো – ইথেন

 

২) টেস্টিং সল্ট -এর রাসায়নিক নাম কী?

– সোডিয়াম মনোগ্লুটামেট

 

৩) পেনিসিলিন কে আবিষ্কার করেন?

– আলেকজান্ডার ফ্লেমিং

 

৪) পেট্রোলের অপর নাম কী?

– গ্যাসোলিন

 

৫) ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল?

– পশ্চিমবঙ্গের রিষড়ায়

 

৬) ভারতের রাজধানী কলকাতা  থেকে দিল্লি কোন সালে স্থানান্তরিত হয়?

– ১৯১১ সালে, ১২ ডিসেম্বর

 

৭) লক্ষ্ণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

– গোমতী নদীর তীরে

 

৮) ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত?

– কোচিতে।

 

৯)  আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

– দয়ানন্দ সরস্বতী।

 

১০)  আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?

– সৈয়দ আহমেদ খান।

 

১১) “ইকনোমিক হিস্ট্রি অব ইন্ডিয়া ” বইটি কার লেখা?

– রমেশচন্দ্র দত্ত।

 

১২) ইয়ং বেঙ্গল দল কে গঠনকরেন?

– হেনরি ডিরোজিও।

 

১৩) রঙ্গরাজান কমিটি কী কারণে তৈরি করা হয়েছিল?

–  দারিদ্র্যসীমার নির্ণায়ক বিষয় নিয়ে।

 

১৪)  নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি?

– ১৫টি।

 

১৫) শব্দের তীক্ষ্ণতার একক কী?

– ডেসিবেল।

 

১৬) মানুষের করোটিতে কটি অস্থি থাকে?

– ২২টি।

 

১৭) মানুষ সাদা বা কালো হয় কোন হরমোনের কারণে?

– মেলানিন।

 

১৮ ) ইন্সুলিন শরীরের কোথায় উৎপন্ন হয়?

– অগ্ন্যাশয়ে।

 

১৯) ভারতের প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয়?

শ্রীরামপুরে।

 

২০) ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি?

– পরেশনাথ পাহাড়।

 

 

 

GK, General Knowledge