জেনারেল নলেজ : রেল, ব্যাঙ্ক, এসএসসি সহ একাধিক পরীক্ষার জন্য

2841
0
General Knowledge, GK, Exam Preparation

ONE LINER General Knowledge (Part 1)

1) কোন অমেরুদন্ডী প্রাণীর রক্তে কোন শ্বাসরঞ্জক থাকে না?
—        আরশোলা

2) এসআই পদ্ধতিতে বলের পরম একক কী ?
—        নিউটন

3) একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির মস্তিষ্কের গড় ওজন কত ?
—        ১.৩৬ কেজি

4) দেহপ্রহরী কোষ কাকে বলা হয় ?
—        শ্বেতকণিকা

5) সাবান শক্ত ও কম ক্ষয়যুক্ত করতে কী ব্যবহৃত হয় ?
—        সোডিয়াম সিলিকেট

6) বিশ্বের কঠিনতম বস্তু কী ?
—        হীরক

7) ভরবেগের নিত্যতা সূত্র প্রতিষ্ঠিত হয় নিউটনের কোন সূত্র থেকে ?
—        তৃতীয় গতিসূত্র

8) জিহ্বার অগ্রভাগে কোন স্বাদকোরক থাকে ?
—        মিষ্টি

9) পৃথিবীর প্রথম আবিষ্কৃত ভাইরাস কী ?
—        টোবাকো মোজাইক ভাইরাস

10) হাঙর কিসের মাধ্যমে জল থেকে প্রয়োজনীয় অক্সিজেন নেয় ? 
—        গিলস্লিট

11) মস্তিষ্কের আবরণীর নাম কী ?
—        মেনিনজেস

12) কোন ভিটামিনের অভাবে ওজন হ্রাস পায় ?
—        B6

13) কিউসেক কী মাপার একক ?
—        জল

14) ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ?
—        ইথিলিন

15) পৃথিবীর সর্ববৃহৎ অমেরুদন্ডী প্রাণী কী ?
—        অক্টপাস (কলোসাল স্কুইড)

16) পারমাণবিক চুল্লিতে কোন জল ব্যবহার করা হয় ?
—        ভারী জল (D2O)

17) সবচেয়ে হালকা ধাতু কী ?
—        লিথিয়াম

18) রান্নার গ্যাসে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি ?    
—        বিউটেন

19) পদার্থের চতুর্থ দশা কোনটি ?
—        প্লাজমা

20) টাইফয়েড নির্ণয় করার জন্য কোন টেস্ট করা হয় ?
—        ওয়াইডাল টেস্ট

General Knowledge, GK, Exam Preparation