ONE LINER GK PART III
- সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রধান স্থান কোথায়?
পাতার মেসোফিল কলার কোষ
- রক্তে লোহিত কণিকা, শ্বেত কণিকা ও অণুচক্রিকার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে তাকে কী বলে?
যথাক্রমে পলিসাইথমিয়া, লিউকোসাইটোসিস, থ্রম্বোসাইটোসিস
- রক্তকণিকা সৃষ্টিকারী কলাকে কী বলে?
হিমোপোয়েটিক
- মানুষের শরীরে কোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টি?
৪৬টি
- চাপ দেওয়ার ফলে দুটি বরফ টুকরো জুড়ে যাওয়ার কারণ?
পুনঃশিলীভবন
- ধাতু খোদাইয়ের কাজে কোন অ্যাসিড ব্যবহৃত হয়?
নাইট্রিক অ্যাসিড
- বিদ্যুৎ তরঙ্গ পরিমাপ করা হয় কিসের সাহায্যে?
গ্যালভানোমিটার
- আণবিক তত্ত্বের জনক কে?
ডেমোক্রিটাস
- হৃৎপিণ্ডের ডান অলিন্দ-নিলয় ছিদ্রে কোন কপাটিকা থাকে?
ট্রাইকাসপিড
- কোন ভারতীয় বিজ্ঞানী পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন?
সি ভি রমন
- কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ সবথেকে বেশি?
ইনফ্রারেড রশ্মি
- বাতাসের ওজন নেই, এই তত্ত্ব কোন বিজ্ঞানী প্রমাণ করেন?
ভলতেয়ার
- একটি শিশুর শরীরে হারের সংখ্যা কয়টি?
৩৫০টি
- কিসের অভাবে রিকেট রোগ হয়?
ক্যালশিয়াম
- রেফ্রিজারেটর কে আবিষ্কার করেন?
জে পারফিন্স
- প্রথম শ্রেণির লিভারে আলম্ব বিন্দুর অবস্থান কোথায়?
ভার ও প্রযুক্ত বলের মাঝে।
- মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কী?
হাইপোথ্যালামাস
- বুলেট প্রুফ জিনিস তৈরির জন্য কোন পলিমার ব্যবহার হয়?
পলিইথিলিন
- গোবর গ্যাসে কোন গ্যাস থাকে?
মিথেন
- কেলভিন স্কেল অনুযায়ী মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
৩১০ কেলভিন
General Knowledge, Exam Preparation