Site icon জীবিকা দিশারী

সরকারি চাকরির প্রস্তুতিতে জেনারেল নলেজ মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর

upsc forest service notification 2023

১। ভারতে মহিলাদের জন্য প্রথম ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট কোথায় চালু হয়েছে?

ক. রাজস্থান

খ. হরিয়ানা

গ. তামিলনাড়ু

ঘ. পাঞ্জাব

২। বিশ্ব জলভূমি দিবস যেটি চলতি বছরের ২ ফেব্রুয়ারি পালিত হয়েছে তার থিম কী ছিল?

ক. You will save our planet

খ. Wetlands and biodiversity

গ. We had to save water

ঘ. Water: The heaven of our planet

৩। ডেভিড হেয়ার, যিনি হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেন, তিনি পেশায় কী ছিলেন?

ক. সঙ্গীতকার

খ. রাজনীতিবিদ

গ. চিকিৎসাবিদ

ঘ. ঘড়ি ব্যবসায়ী

৪। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় `আমফান’-এর নামকরণ করে কোন দেশ?

ক. শ্রীলঙ্কা

খ. থাইল্যান্ড

গ. মালদ্বীপ

ঘ. ওপরের কোনোটি ঠিক নয়

৫। তীর্থঙ্কর কাদের বলা হত?

ক. আর্য ব্রাহ্মণদের

খ. ক্ষত্রিয় বংশের ব্যক্তিকে

গ. জৈন ধর্মগুরুদের

ঘ. ওপরের কোনোটি ঠিক নয়

৬। নিম্নলিখিত কোন অ্যাসিডটি মানবদেহের পাকস্থলীতে পাওয়া যায়?

ক. সালফিউরিক অ্যাসিড

খ. হাইড্রোক্লোরিক অ্যাসিড

গ. নাইট্রিক অ্যাসিড

ঘ. ফরমিক অ্যাসিড

৭। কোন মহাকাশযানে চেপে মানুষ প্রথম চাঁদে পৌঁছেছিল?

ক. অ্যাপোলো ১১

খ. এক্লপ্লোরার

গ. চ্যালেঞ্জার

ঘ. কলম্বিয়া

৮। ‘কারাকোরাম পাস’ কোন দুটি দেশকে যুক্ত করেছে?

ক. ভারত ও পাকিস্তান

খ. পাকিস্তান ও চিন

গ. ভারত ও চিন

ঘ. ভারত ও নেপাল

৯। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?

ক. হকি

খ. ক্রিকেট

গ. টেনিস

ঘ. ফুটবল

১০। কোন জীবের পারস্থলিতে দাঁত থাকে?

ক. সাপ

খ. গলদা চিংড়ি

গ. আরশোলা

ঘ. এর কোনোটি ঠিক নয়

১১। পশ্চিমবঙ্গের প্রথম মেডিক্যাল কলেজের নাম কী?

ক. নীলরতম মেডিক্যাল কলেজ

খ. আর জি কর মেডিক্যাল কলেজ

গ. বর্ধমান মেডিক্যাল কলেজ

ঘ. কলকাতা মেডিক্যাল কলেজ

১২. ইতালিয়ান ওপেন ২০২০ মেন’স সিঙ্গলসে নিম্নলিখিত কোন খেলোয়াড় জয়ী হন?

ক. নোভাক জোকোভিচ

খ. রাফায়েল নাদাল

গ. অ্যান্ডি মারে

ঘ. দিয়েগো সোয়ার্তজমান

১৩। ধর্মমহাপাত্র পদ কে সৃষ্টি করেছিলেন?

ক. অশোক

খ. বিন্দুসার

গ. আকবর

ঘ. হরিসেন

১৪। দূরত্বের একক নটিকাল মাইল নিম্নলিখিত কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?

ক. জ্যোতির্বিজ্ঞানে

খ. নৌচালন বিদ্যায়

গ. সড়ক দূরত্বের ক্ষেত্রে

ঘ. রাষ্ট্রের সীমানা মাপার জন্য

১৫। প্লেনে ভ্রমণের সময় ফাউন্টেন পেনের কালি ঝরে পড়ার কারণ কী?

ক. বায়ুমণ্ডলের চাপ দ্রুত পরিবর্তন হয় বলে

খ. বায়ুমণ্ডলের চাপ সমুদ্রতল থেকে বেশি বলে

গ. বায়ুমণ্ডলের চাপ সমুদ্রতল থেকে কম বলে

ঘ. এর কোনোটি ঠিক নয়

 

 

উত্তর

১. ঘ      ২. খ      ৩. ঘ      ৪. খ      ৫. গ      ৬. ঘ      ৭. ক

৮. গ      ৯. ঘ      ১০. খ     ১১. ঘ     ১২. ক     ১৩. ক     ১৪. খ

১৫. গ

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

 

Exit mobile version