জোকা ইএসআইতে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ

880
0
medical officer recruitment
Doctor in front of a bright background

জোকার ইএসআইসি মেডিক্যাল কলেজ অ্যান্ড এসআইসি হাসপাতালে ৪০ জন সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে (senior resident recruitment)।

বিজ্ঞপ্তি নম্বর: ০৩/ ২০২২। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ হবে সেগুলি হল- অ্যানেসথেসিয়া, আইসিইউ, জেনারেল সার্জারি, ওবিএসটি অ্যান্ড গাইনো,

জেনারেল মেডিসিন, টেস্ট মেডিসিন, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, এনআইসিইউ অ্যান্ড পিআইসিইউ, রেডিও ডায়াগোনোসিস।

ইন্টারভিউয়ের তারিখ: অর্থোপেডিক্স, জেনারেল মেডিসিন এবং রেডিওডায়াগোনোসিসের ক্ষেত্রে ইন্টারভিউ হবে ২ মার্চ ২০২২ তারিখে।

পেডিয়াট্রিক্স, এনআইসিইউঅ্যান্ড পিআইসিইউ, ওবিএসটি অ্যান্ড গায়নো, চেস্ট মেডিসিনের ক্ষেত্রে ইন্টারভিউ হবে ৩ মার্চ ২০২২ তারিখে এবং অ্যানেসথেসিয়া, আইসিইউ অ্যান্ড জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের ক্ষেত্রে ইন্টারভিউ হবে ৪ মার্চ ২০২২ তারিখে।

ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির অরিজিনাল ও প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.esichospitals.nic.in ওয়েবসাইট থেকে জানা যাবে (senior resident recruitment)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন