রাজ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের অধীনে ঝাড়গ্রামে ১৩০ জন কর্মী নিয়োগ করা হবে৷ বিশ্বজুড়ে কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতিতে স্বাস্থ্যপরিষেবায় দৈনিক মজুরির ভিত্তিতে অস্থায়ীভাবে চুক্তিতে শ্রমিক নিয়োগ হবে৷ বিজ্ঞপ্তি নং 60-HS(MS)/HF/O/HS(MS)/S-03/2020.
হাসপাতাল অনুযায়ী শূন্যপদ: ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হাসপাতাল: ৩২, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হাসপাতাল মর্গ: ১, বেলপাহাড়ি রুরাল হাসপাতাল: ৮, বিনপুর রুরাল হাসপাতাল: ৯, গোপীবল্লভপুর রুরাল হাসপাতাল: ৩, তপসিয়া রুরাল হাসপাতাল: ৭, ভাঙাগড় রুরাল হাসপাতাল: ১৩, খারিকামাথানি রুরাল হাসপাতাল: ১১, চিলকিগড় বিপিএইচসি: ৬, ঝাড়গ্রাম মোহনপুর বিপিএইচসি: ৬, সিলদা পিএইচসি: ৩, ওলোদচাউ পিএইচসি: ৩, এরগোদা পিএইচসি: ১, আন্ধারিয়া পিএইচসি: ১, লালগড় পিএইচসি: ৫, ধর্মপুর পিএইচসি: ১, লগহাটা পিএইচসি: ২, রামগড় পিএইচসি: ৪, আলমপুর পিএইচসি: ২, ধানসোল পিএইচসি: ১, সাসরা পিএইচসি: ২, নোটা পিএইচসি: ১, রামচন্দ্রপুর পিএইচসি: ১, তেঁতুলিয়া পিএইচসি: ১, কুলটিকরি পিএইচসি: ২, পাথরা পিএইচসি: ১, চন্দবিলা পিএইচসি: ১, জামিরাপাল পিএইচসি: ১, বালিগেড়িয়া পিএইচসি: ১, কাপগাড়ি পিএইচসি: ১, ছিচিরা পিএইচসি: ১, চান্দ্রী পিএইচসি: ২, মানিকপাড়া পিএইচসি: ১, চুবকা পিএইচসি: ১, লাউরিয়াদাম পিএইচসি: ১৷
https://www.wbhealth.gov.in/uploaded_files/go/MS-60.pdf লিঙ্কে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন৷