টাটা মেমোরিয়াল সেন্টারে নার্স নিয়োগ

660
0

টাটা মেমোরিয়াল সেন্টারে চুক্তিভিত্তিক নার্স নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। বিজ্ঞপ্তি নম্বর: OS/34/2019.

যোগ্যতা: বেসিক বা পোস্ট বেসিক বিএসসি (নার্সিং) পাশ এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ স্টেট নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত। পারিশ্রমিক: প্রতি মাসে ২৪০০০ টাকা।

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: ইন্টারভিউ হবে আগামী ৮ নভেম্বর সকাল ৯.৩০ থেকে ১১.৩০ পর্যন্ত। ঠিকানা: Mahamana Pandit Madan Mohan Malaviya Cancer Centre, Sundar Bagiya, Near Nariya gate, Banaras Hindu University Campus, Varanasi, Uttar Pradesh, 221005, Phone: 0542-2225022.

ইন্টারভিউয়ের দিন বায়োডেটা ও সম্প্রতি তোলা পাসেপার্ট মাপের ছবি, প্যান কার্ড, আধার কার্ড, যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। https://tmc.gov.in/m_events/Events/getJobHtml/6677 লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।