ফার্মাকোপিয়া কমিশনে ২৩৯ টেকনিক্যাল অ্যাসিঃ নিয়োগ

1102
0

কেন্দ্র সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ইন্ডিয়ান ফার্মাকোপোয়িয়া কমিশনে ২৩৯ জন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ প্রোজেক্ট কোঅর্ডিনেটর, অ্যাসোশিয়েট ও রিসার্চ সায়েন্টিস্ট নিয়োগ করা হবে দশ মাসের চুক্তিতে।

শূন্যপদ: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (জুনিয়র ফার্মাকোপিয়াল অ্যাসোশিয়েট): ১৫, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (জুনিয়র ফার্মাকোভিজিলেন্স অ্যাসোশিয়েট): ১৪৫, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ প্রোজেক্ট কোঅর্ডিনেটর (জুনিয়র মেটিরিয়োভিজিল্যান্স অ্যাসোশিয়েট): ৭, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ প্রোজেক্ট কোঅর্ডিনেটর: ৩, অ্যাসোশিয়েট (ফার্মাকোপিয়াল অ্যাসোশিয়েট): ১৫, অ্যাসোশিয়েট (ফার্মাকোভিজিল্যান্স অ্যাসোশিয়েট): ৪০, রিসার্চ সায়েন্টিস্ট (সিনিয়র ফার্মাকোপিয়াল অ্যাসোশিয়েট): ১৪।

যোগ্যতা ও বেতন: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (জুনিয়র ফার্মাকোপিয়াল অ্যাসোশিয়েট): ফার্মাসি/ কেমিস্ট্রি/ বায়ো কেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি বা সমতুলে মাস্টার ডিগ্রি এবং কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে, বেতন প্রতি মাসে ২৬২৫০ টাকা।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (জুনিয়র ফার্মাকোভিজিলেন্স অ্যাসোশিয়েট): ফার্মাসি/ ক্লিনিক্যাল ফার্মাকোলজি/ ফার্মাসি প্র্যাক্টিস/ ক্লিনিক্যাল রিসার্চে মাস্টার ডিগ্রি অথবা ফার্মা ডি/ এমবিবিএস/ বিডিএস এবং কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে। বেতন ২৬২৫০ টাকা।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ প্রোজেক্ট কোঅর্ডিনেটর (জুনিয়র মেটিরিয়োভিজিল্যান্স অ্যাসোশিয়েট): বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট অথবা ফার্মাসিতে মাস্টার, কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে। বেতন ২৬২৫০ টাকা।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ প্রোজেক্ট কোঅর্ডিনেটর: ফার্মাসি/ কেমিস্ট্রি/ বায়ো কেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি বা সমতুলে মাস্টার ডিগ্রি, কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে। বেতন ২৬২৫০ টাকা।

অ্যাসোশিয়েট (ফার্মাকোপিয়াল অ্যাসোশিয়েট): ফার্মাসি/ কেমিস্ট্রি/ বায়ো কেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি বা সমতুলে মাস্টার ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের অভিজ্ঞতা। কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে, বেতন ৩২০০০ টাকা।

অ্যাসোশিয়েট (ফার্মাকোভিজিল্যান্স অ্যাসোশিয়েট): ফার্মাসি/ ক্লিনিক্যাল ফার্মাকোলজি/ ফার্মাসি প্র্যাক্টিস/ ক্লিনিক্যাল রিসার্চে মাস্টার ডিগ্রি অথবা ফার্মা ডি/ এমবিবিএস/ বিডিএস এবং অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ৩২০০০ টাকা।

রিসার্চ সায়েন্টিস্ট (সিনিয়র ফার্মাকোপিয়াল অ্যাসোশিয়েট): ফার্মাসি/ কেমিস্ট্রি/ বায়োকেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি বা সমতুলে মাস্টার ডিগ্রি সঙ্গে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে।

আবেদনের পদ্ধতি:

(https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdvso91uaHfkk8khYCaYb81Zrix_q2pnir4mQDfrIs4nWsMgw/viewform) লিঙ্কে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করা যাবে আগামী ৫ অক্টোবর বিকেল ৫.৩০ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.ipc.gov.in ওয়েবসাইটে।

http://www.ipc.gov.in/news-highlights/792-vacancy-circular-for-various-posts-at-ipc-purely-on-contractual-basis-through-manpower-resource-outsourcing-services-providing-agency.html লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল