রাজ্য পুলিশে ১৩৯ টেকনিক্যাল স্টাফ নিয়োগ

4921
0
WB Police Recruitment 2024

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে সাবইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাবইনস্পেক্টর ও কনস্টেবল পদে ১৩৯ জন টেকনিক্যাল স্টাফ নিয়োগ করা হবে, কোস্টাল পুলিশ স্টেশনের জন্য। ইন্ডিয়ান নেভি/ ইন্ডিয়ান কোস্ট গার্ড/ বিএসএফ ওয়াটার উইং/ ইন্দো টিবেটান বর্ডার পুলিশের (ওয়াটার উইং) অবসরপ্রাপ্ত পুরুষ প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।

শূন্যপদ: সাবইনস্পেক্টর (ক্রু কম্প্রাইজিং মাস্টার): ২৪ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ২, ওবিসি বি ২)। অ্যাসিস্ট্যান্ট সাবইনস্পেক্টর (ক্রু ইঞ্জিন ড্রাইভার): ২৩ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ২, ওবিসি বি ২)। কনস্টেবল (ক্রু): ৯২ (অসংরক্ষিত ৫০, তপশিলি জাতি ২১, তপশিলি উপজাতি ৫, ওবিসি এ ৯, ওবিসি বি ৭)।

বেতনক্রম: মূল বেতন সাবইনস্পেক্টর পদে লেভেল ১০ অনুযায়ী ৩২১০০-৮২৯০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট সাবইনস্পেক্টর পদে লেভেল ৮ অনুযায়ী ২৭০০০-৬৯৮০০ টাকা ও কনস্টেবল পদে লেভেল ৬ অনুযায়ী ২২৭০০-৫৮৫০০ টাকা।

যোগ্যতা ও বয়স: সাবইনস্পেক্টর: নেভিতে কেবল সিম্যান ব্রাঞ্চে (নেভিগেশন, কমিউনিকেশন, গানারি, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, ক্লিয়ারেন্স ড্রাইভার ও সার্ভে রেকর্ডার) চিফ পেটি অফিসার/ পেটি অফিসার হিসেবে কাজ করে থাকতে হবে অথবা কোস্ট গার্ডে আধিকারী/ প্রধান নাবিক হিসেবে কাজ বা বর্ডার সিকিউরিটি ফোর্সে (ওয়াটার উইং)/ ইন্দো টিবেটান বর্ডার পুলিশে (ওয়াটার উইং) সাবইনস্পেক্টর হিসেবে অন্তত দু বছর কাজ করে থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।

অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর: নেভিতে ওপরের মতোই কেবল সিম্যান ব্রাঞ্চে পেটি অফিসার বা কোস্ট গার্ডে প্রধান নাবিক বা বর্ডার সিকিউরিটি ফোর্সে (ওয়াটার উইং)/ ইন্দো টিবেটান বর্ডার পুলিশে (ওয়াটার উইং) অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর হিসেবে তিন বছর কাজ করে থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।

কনস্টেবল: নেভিতে লিডিং সিম্যান/ সিম্যান ওয়ান/ সিম্যান টু পদে কাজ করে থাকতে হবে বা কোস্ট গার্ডে জিডি/ টেকনিক্যাল শাখায় উত্তম নাবিক/ নাবিক পদে বা বর্ডার সিকিউরিটি ফোর্সে (ওয়াটার উইং)/ ইন্দো টিবেটান বর্ডার পুলিশে (ওয়াটার উইং) কনস্টেবল হিসেবে অন্তত তিন বছর কাজ করে থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর। সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: সাবইনস্পেক্টর পদে ৩২৫ টাকা (আবেদনের ফি ৩০০ + প্রসেসিং ফি ২৫), অ্যাসিস্ট্যান্ট সাবইনস্পেক্টর পদে ২৭৫ টাকা (আবেদনের ফি ২৫০+ প্রসেসিং ফি ২৫), কনস্টেবল পদে ২২৫ টাকা (আবেদনের ফি ২০০+প্রসেসিং ফি ২৫), এ রাজ্যের তপশিলি জাতি/ উপজাতিতের ২৫ টাকা। সবকটি পদের ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতিদের আবেদনের ফি দিতে হবে না, তাঁদের কেবল প্রসেসিং ফি বাবদ ২৫ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতি: http://wbpolice.gov.in/  ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

http://wbpolice.gov.in/writereaddata/wbp/Information_to%20_Applicants_coastal_security.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল