রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৪-র টিচার এবিলিটি টেস্ট (টেট)-এর ওএমআর-এর পুনর্মূল্যায়ন দাবি করে যাঁরা কলকাতা উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছিলেন, আদালতের বিভিন্ন সময়ের নির্দেশমতো সেই ১৭৫ জন মামলাকারীর ওএমআর-এর পুনর্মূল্যায়ন হয় এবং সেই পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হল। ‘টেট’ নেওয়া হয়েছিল ২০১৫ সালের ১১ অক্টোবর। পর্ষদের ওয়েবসাইটে (http://www.wbbpe.org) গিয়ে (বা সরাসরি এই লিঙ্কে: http://www.wbbpe.org/ExamResultdel15.aspx) নিজের ৯ সংখ্যার টেট-২০১৪-র রোল নম্বর দিয়ে সাবমিট করলে জানতে পারবেন ‘কোয়ালিফাইড’ বা ‘নট কোয়ালিফাইড’। যাঁরা ‘কোয়ালিফাইড’ হবেন তাঁরা পরে অনলাইনে আবেদন করতে পারবেন কিছুদিনের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোলে পর। এই বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে:
http://www.wbbpe.org/WBBPE_NOTICE/notice_25092019.pdf