ডব্লুবিএসইডিসিএল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের ফলপ্রকাশ

589
0
daily current affairs

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী MPP/2019/03 সফল প্রার্থীদের অফিসে নিযুক্ত হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রাথীদের প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ সেপ্টেম্বর, ২০২০ তারিখ সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের ঠিকানা– “Seminar Hall-1, Vidyut Bhawan, 7th Floor, Block-D, Bidhannagar, Sector-II (Karunamoyee), Kolkata-700091’’

বিজ্ঞপ্তির ওয়েবসাইট: https://www.wbsedcl.in/irj/go/km/docs/internet/new_website/pdf/Careers/APPOINTMENT_AE(M)_AE(IT&C)_MPP_2019_03.pdf

 

 

WBSEDCL, WBSEDCL Result