ডব্লুবিসিএস অনলাইন আবেদনপত্রে কিছু সংশোধনের সুযোগ

1229
0
wbpsc exam postponed

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯ সালের ডব্লুবিসিএস (এগজিঃ) এটসেট্রা এগজামিনেশনের জন্য যাঁরা আবেদন করেছেন তাঁরা শিক্ষাগত যোগ্যতা বা গ্রুপপছন্দ (অপশনাল সাবজেক্ট সহ) সংশোধন করতে চাইলে আগামী ২৮ নভেম্বর বেলা ১২টা থেকে ৩ ডিসেম্বর মধ্যরাত্রের মধ্যে সেই সংশোধন করার সুযোগ পাবেন, সেজন্য একটি ‘এডিট’ অপশন দেওয়া হবে ওই সময়কালের জন্য।

তখন পিএসসির ওয়েবসাইটে (www.pscwbapplication.in) গিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকে সেই সংশোধন করতে পারবেন।

এই সুযোগ দেবার কথা জানানো হয়েছে পশ্চিমবঙ্গ পিএসসির এই লিঙ্কে: http://pscwbapplication.in/pdf18/IMP-ANNOUNCEMENT-RECTIFICATION-OF-ONLINE-APPL-FOR-WBCS-EXE2019.pdf