ডব্লুবিসিএস অনলাইন আবেদনে কোনো ভুল রয়ে গেছে? শোধরানোর সুযোগ নিন

776
0
Result, PSC Result, WB Police Result

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নং ২২/২০১৯ অনুযায়ী ২০২০-র ডব্লুবিসিএস এগজিকিউটিভ এটসেট্রা (প্রিলিমিনারি) পরীক্ষার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁরা অনলাইন আবেদনের সময় কোনো তথ্যগত ভুল করে থাকলে সংশোধনের সুযোগ পাবেন (তার আগে রেজিস্ট্রেশনের সময় দেওয়া কিছু ক্ষেত্রে অবশ্য কোনো বদল করা যাবে না)। www.pscwbapplication.in ওয়েবসাইটে লগইন করে নিজের অ্যাকাউন্টে ঢুকে এই সংশোধনের সুযোগ পাবেন আগামী ৯ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। পিএসসির এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

https://www.pscwbonline.gov.in/docs/2726922

 

 

 

WBCS, WBCS 2020, PSC Exam