ডব্লুবিসিএস অপশনাল ল পেপার-টু পরীক্ষাও বাতিল, নতুন তারিখ ঘোষিত

651
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

ডব্লুবিসিএস (এগজিঃ) এটসেট্রা (মেইন) এগজামিনেশন ২০১৮-র অপশনাল ল পেপার-টু যে পরীক্ষা গত ২০ আগস্ট হয়েছিল তা অনিবার্য পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে।

পরীক্ষা নতুন করে হবে আগামী ১ সেপ্টেম্বর বেলা ৯টা থেকে ১২টা পর্যন্ত।

পরীক্ষার স্থান: PSCWB Examination Hall, 161-A, S.P. Mukherjee Road, Kolkata-700026. আগের অ্যাডমিট কার্ড নিয়েই পরীক্ষা দিতে যেতে হবে।

কমিশন নতুন এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2628031

প্রসঙ্গত, এর আগে ২০ আগস্টের অপশনাল উর্দু-র পরীক্ষাও বাতিল করে ১ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করা হয়েছে (https://jibikadishari.co.in/?p=7312)।