ডব্লুবিসিএস ২০১৮ গ্রুপ এ, বি পর্যায়ের ফলপ্রকাশ

711
0
Result, PSC Result, WB Police Result

রাজ্য পিএসসির মাধ্যমে ডব্লুবিসিএস ২০১৮-র গ্রুপ “এ” লেভেল পদের এবং গ্রুপ “বি” লেভেল পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। গ্রুপ এ লেভেলের ৭৯ জন ও গ্রুপ বি লেভেল (পুলিশ সার্ভিস) ১৩ জন সফল প্রার্থীর নাম নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

ওয়েবসাইটে সফল প্রার্থীদের নাম, রোল নম্বর ও নিয়োগস্থলের বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে। আলাদা করে কাউকে কোনো ইন্টিমেশন লেটার দেওয়া হবে না।

ডব্লুবিসিএস ২০১৮ গ্রুপ এ ফলের লিঙ্ক: https://www.pscwbonline.gov.in/docs/2730092

ডব্লুবিসিএস ২০১৮ গ্রুপ বি ফলের লিঙ্ক: https://www.pscwbonline.gov.in/docs/2730093

 

 

PSC, PSC WBCS, WBCS 2018, WBCS Result