ডব্লুবিসিএস, ২০১৮ পার্সোন্যালিটি টেস্ট-এর তারিখ ঘোষণা

1113
0
Result, PSC Result, WB Police Result

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডব্লুবিসিএস, ২০১৮ গ্রুপ সি পদের প্রার্থীদের জন্য পার্সোন্যালিটি টেস্ট-এর তারিখ ঘোষণা করা হল। অনলাইন মাধ্যমে পার্সোন্যালিটি টেস্ট গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট পদগুলির জন্য পার্সোন্যালিটি টেস্ট-এর তারিখ গত ২৩ ও ২৪ মার্চ, ২০২০ নির্ধারিত হলেও সেটা লকডাউন পরিস্থিতির কারণে স্থগিত রাখা হয়। টেস্ট নেওয়া হবে আগামী ১৩, ১৪, ১৫ ও ১৬ জুলাই তারিখে। প্রার্থীদের রোল নম্বর অনুযায়ী নির্দিষ্ট তারিখের তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে।

অনলাইন মোডে পার্সোন্যালিটি টেস্ট গ্রহণ করার জন্য কলকাতার বাইরের প্রার্থীদের সংশ্লিষ্ট জেলাশাসকের দপ্তরে এবং কলকাতার প্রাথীদের পিএসসির দপ্তরে পরীক্ষা শুরুর অন্তত ১ ঘন্টা আগে রিপোর্ট করতে হবে। প্রাথীদের ই-মেল করে নির্দিষ্ট শিডিউল কমিশন থেকে পাঠিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে।
শিডিউল দেখে নেওয়ার লিঙ্ক:

https://wbpsc.gov.in/Download?param1=20200707170750_OnlinePTAnnouncement.pdf&param2=advertisement

 

 

লাইভ টিভি চ্যানেল দেখুন – https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

WBCS, WBCS Result, WBCS Exam, PSC Result