ডাকবিভাগে কৃতী খেলোয়াড় নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল

753
0
post-office-recruitement-picture

ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলে পোস্টাল/সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে কৃতী খেলোয়াড়দের নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তাঁদের তালিকা প্রকাশিত হল। কে কোন ডিভিশন/ইউনিটের জন্য নিয়োগ পেয়েছেন তাও জানানো হয়েছে। সফল প্রার্থীদের তালিকা সহ এই বিজ্ঞপ্তি (No. Rectt/R-8/DQ(Sports)/2015-16 Dated at Kol.-12, the 18.02.2020) দেখা যাবে এই লিঙ্কে:

https://www.westbengalpost.gov.in/docs/upload/rectt_2020_02_18_sports.pdf