ডাকবিভাগে পশ্চিমবঙ্গ সার্কল-এ পোস্টম্যান/ মেলগার্ড পদে ২৩৯ জন তরুণ-তরুণীকে নিয়োগের জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে।
জরুরি তথ্য– দশম মানের অ্যাপ্টিটিউড টেস্ট হবে ১০০ নম্বরের, সময় ১২০ মিনিট। তাতে থাকবে ৪টি পার্ট, প্রতি পার্টে ২৫টি প্রশ্ন, ১ নম্বর করে মোট ২৫ নম্বর। পার্ট-এ জেনারেল নলেজ, পার্ট-বি ম্যাথমেটিক্স, পার্ট-সি (ওয়ান) ইংলিশ, পার্ট-সি (টু) রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি/ বাংলা/ নেপালি। বাংলার ক্ষেত্রে থাকবে অনুরূপ শব্দ পদ, ক্রিয়াভেদ, মিশ্র ও সংযুক্ত বাক্য রূপান্তর, স্বরসন্ধি, অলঙ্কার, সমাস, মৌখিক ও প্রচলিত বাক্য সংশোধন, অপঠিত গদ্যাংশ বা আনসিন প্যাসেজ।
ডাকবিভাগে পোস্টম্যান/ মেলগার্ড নিয়োগের পরীক্ষার প্রশ্নসেট ডাউনলোড লিঙ্ক ঃ POSTMAN & MAIL GUARD_Practice Set 1