Site icon জীবিকা দিশারী

ডাকবিভাগ পশ্চিমবঙ্গে ২৩৯ মাধ্যমিক পোস্টম্যান/মেলগার্ড নেবে

Postman

ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কল-এ পোস্টম্যান/মেলগার্ড পদে ২৩৯ জন তরুণ-তরুণীকে নিয়োগ করা হবে, পোস্টাল/আরএমএস ডিভিশনে। পশ্চিমবঙ্গ সার্কলের চিফ পোস্টমাস্টার জেনারেলের এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর Rectt/X-16/DR/2016-17, তারিখ: কলকাতা-১২, ১৫.০৬.২০১৮। নিয়োগ হবে এই সার্কলের বিভিন্ন পোস্টাল/আরএমএস ডিভিশনে। মূল বেতন ২১৭০০-৩৬১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদনের জন্য যোগ্যতা লাগবে অন্তত মাধ্যমক/সমতুল পাশ। বয়সসীমা ১৮-২৭ বছর। তপশিলি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

দরখাস্ত করতে হবে অনলাইনে, আগামী ১৮ জুন থেকে (১৭ জুন রাত ১২টার পর)। ১৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আরও বিস্তারিত জানা যাবে এবং অনলাইনে আবেদন করা যাবে ১৮ জুন থেকে, এই লিঙ্কে: http://pmgwbrecruit.in/wbpmgjune18/

যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদ, প্রার্থী বাছাই পদ্ধতি, আবেদন পরীক্ষার ফি, আবেদনপদ্ধতি বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://jibikadishari.co.in/?p=5738

 

Exit mobile version