ডিআরডিওতে ৯০ ট্রেড অ্যাপ্রেন্টিস

1711
0
Apprentice Recruitment

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীন রিসার্চ সেন্টার ইমারতে (আরসিআই) ৯০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী৷

শূন্যপদ: ফিটার: ২৫, ইলেক্ট্রনিক মেকানিক: ২০, ইলেক্ট্রিশিয়ান: ১৫, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ১০, টার্নার: ১০, মেশিনিস্ট: ৫, ওয়েল্ডার: ৫৷

যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ৷ ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে পাশ করে থাকলে তবেই আবেদন করতে পারবেন৷

স্টাইপেন্ড: অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী প্রতি মাসে স্টাইপেন্ড ৭৭০০-৮০৫০ টাকার মধ্যে৷

ট্রেনিংয়ের সময়সীমা: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর৷

আবেদনেরপদ্ধতি: www.apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে তারপর অনলাইন আবেদন করতে হবে৷ আগামী ৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে৷

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_68_2021b.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল