ডিআরডিওতে ১৬৭ ইঞ্জিনিয়ার

1498
0
DRDO Apprentice 2024

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনে (ডিআরডিও) ১৬৭ জন সায়েন্স গ্র্যাজুয়েট ও ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: ১৩৭৷

শূন্যপদ: ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার: ৩৭ (অসংরক্ষিত ১৫, ইডব্লুএস ৪, ওবিসি ১০, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)৷ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার: ৩৫ (অসংরক্ষিত ১৪, ইডব্লুএস ৩, ওবিসি ১০, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)৷ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার: ৩১ (অসংরক্ষিত ১২, ইডব্লুএস ৪, ওবিসি ৮, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)৷ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১২ (অসংরক্ষিত ৫, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)৷ মেটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১০ (অসসংরক্ষিত ৫, ইডব্লুএস ২, ওবিসি ২, তপশিলি জাতি ১)৷ ফিজিক্স: ৮ (অসংরক্ষিত ২, ইডব্লুএস ১, ওবিসি ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)৷ কেমিস্ট্রি: ৭ (অসংরক্ষিত ৩,ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)৷ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৬ ( অসংরক্ষিত ২, ইডব্লুএস ১, ওবিসি ২, তপশিলি জাতি ১)৷ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪ (অসংরক্ষিতত ১, ইডব্লুএস ১, ওবিসি ১, তপশিলি উপজাতি ১)৷ ম্যাথমেটিক্স: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)৷ সিভিল ইঞ্জিনিয়ারিং: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)৷ সাইকোলজি: ১০ (অসংরক্ষিত ৪, ইডব্লুএস ১, ওবিসি ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)৷

প্রার্থী বাছাই পদ্ধতি: সাইকোলজি বিষয়ের ক্ষেত্রে নেট-এর নম্বর ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ বাকি সবক্ষেত্রে বৈধ গেট স্কোর ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে৷

বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি: http://rac.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১০ জুলাই পর্যন্ত৷ শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

https://rac.gov.in/download/advt_137.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷