ডিআরডিওতে ৪১ সায়েন্টিস্ট ‘বি’

794
0
DRDO Sciencetist_Picture

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ডিআরডিও) ৪১ জন সায়েন্টিস্ট ‘বি’ নিয়োগ করা হবে গেট স্কোরের ভিত্তিতে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নম্বর ১৩২।

শূন্যপদের বিন্যাস: ক্রমিক সংখ্যা ১: ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ২২ (অসংরক্ষিত ১২, ওবিসি ৬, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)।

ক্রমিক সংখ্যা ২: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: শূন্যপদ ১৯ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)।

যোগ্যতা: ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ব্যাচেলর ডিগ্রি বা সমতুল। গেট পেপার কোড ইসি।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি ব্যাচেলর ডিগ্রি। গেট পেপার কোড ইসি (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি)।

সমতুল যোগ্যতা: ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল হল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিম্যাটিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স, টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরেমশন টেক, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল সঙ্গে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল হল কম্পিউটার সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি, কম্পিউটার সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স/ টেকনোলজি অ্যান্ড ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্কিং।

বয়সসীমা: ১ জুন ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের ডাকা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: http://rac.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার সময় ছবি, স্বাক্ষর ও যাবতীয় প্রমাণপত্রাদি স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে  http://rac.gov.in এবং http://drdo.gov.in ওয়েবসাইটে। আবেদন করা যাবে ১ জুন ২০১৮ তারিখ পর্যন্ত।