ডিআরডিওয় ৪৯৪ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

593
0
Apprentice Recruitment

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে ৪৯৪ জন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ‘বি’ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: CEPTAM-09/STA-B. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: পোস্ট কোড ০১০১: এগ্রিকালচার: শূন্যপদ ৪ (ওবিসি ১, অসংরক্ষিত ৩)। পোস্ট কোড ০১০২: অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং: ৬ (তপশিলি উপজাতি ১, ওবিসি ২, অসংরক্ষিত ৩)। পোস্ট কোড ০১০৩: বটানি: ৩ (ওবিসি ২, অসংরক্ষিত ১)। পোস্ট কোড ০১০৪: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১৩ (তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ১, অসংরক্ষিত ১০)। পোস্ট কোড ০১০৫: কেমিস্ট্রি: ২৪ (তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২, ওবিসি ৯, অসংরক্ষিত ১০)। পোস্ট কোড ০১০৬: সিভিল ইঞ্জিনিয়ারিং: ৪ (ওবিসি ১, অসংরক্ষিত ৩)। পোস্ট কোড ০১০৭: কম্পিউটার সায়েন্স: ৭৯ (তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৬, ওবিসি ২৪, অসংরক্ষিত ৪০)। পোস্ট কোড ০১০৮: ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: ১৬ (তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, অসংরক্ষিত ৯)। পোস্ট কোড ০১০৯: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৩৫ (তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮, অসংরক্ষিত ২০)। পোস্ট কোড ০১১০: ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন: ৭ (তপশিলি জাতি ১, ওবিসি ২, অসংরক্ষিত ৪)। পাস্ট কোড ০১১১: ইলেক্ট্রনিক্স বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বা ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলকিমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ১০০ (তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ৮, ওবিসি ২৬, অসংরক্ষিত ৫৬)। পোস্ট কোড ০১১২: জিওলজি: ৩ (ওবিসি ১, অসংরক্ষিত ২)। পোস্ট কোড ০১১৩: ইনস্ট্রুমেন্টেশন: ৫ (তপশিলি জাতি ১, ওবিসি ১, অসংরক্ষিত ৩)। পোস্ট কোড ০১১৪: লাইব্রেরি সায়েন্স: ১১ (তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, অসংরক্ষিত ৭)। পোস্ট কোড ০১১৫: ম্যাথমেটিক্স: ৮ (তপশিলি জাতি ৩, ওবিসি ২, অসংরক্ষিত ৩)। পোস্ট কোড ০১১৬: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১৪০ (তপশিলি জাতি ৩০, তপশিলি উপজাতি ৯, ওবিসি ৩৫, অসংরক্ষিত ৬৬)। পোস্ট কোড ০১১: মেটালার্জি: ৮ (তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ১, অসংরক্ষিত ৪)। পোস্ট কোড ০১১৮: ফোটোগ্রাফি: ২ (ওবিসি ১, অসংরক্ষিত ১)। পোস্ট কোড ০১১৯: ফিজিক্স: ১৬ (তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ২, ওবিসি ২, অসংরক্ষিত ১১)। পোস্ট কোড ০১২০: সাইকোলজি: ৫ (তপশিলি উপজাতি ২, ওবিসি ১, অসংরক্ষিত ২)। পোস্ট কোড ০১২১: জুলজি: ৫ (ওবিসি ৩, তপশিলি জাতি ২)।

কোড নম্বর অনুযায়ী পোস্টিং স্টেশন: পানাগড় (পি১), আগ্রা (এ১), আহমেদনগর (এ২), অম্বরনাথ (এ৩), বালাসোর (বি১), বেঙ্গালুরু (বি২), ভুবনেশ্বর (বি৩), চণ্ডীগড় (সি১), চেন্নাই (সি২), দেরাদুন (ডি১), দিল্লি (বি২), গোয়ালিয়র (জি১), হলদিওয়ানি (এইচ১), হায়দরাবাদ (এইচ২), জগদ্দলপুর (জে১), যোধপুর (জে২), কানপুর (কে১), কোচি (কে২), লে (এল১), মৌসুরি (এম১), মাইসোর (এম২), নাসিক (এন১), পুণে (পি২), বিশাখাপত্তনম (ভি১)।

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজির তিন বছরের ডিপ্লোমা (কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি/ইনফর্মেশন টেকনোলজিতে, ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টেশনে বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে, মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল ছাড়াও মেকানিক্যাল (প্রোডাকশন/ অটোমোবাইল/ রেফ্রিজারেশন/ এয়ারকন্ডিশনিং/ মেন্টেন্যান্স ইত্যাদিও) এবং ফটোগ্রাফির ক্ষেত্রে সিনেমাটোগ্রাফি (ভোকেশন্যাল ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফিও) গ্রাহ্য)। জুলজির ক্ষেত্রে বিএসসি জুলজি/লাইফ সায়েন্স, কেমিস্ট্রির ক্ষেত্রে বিএসসি কেমিস্ট্রি/কেমিক্যাল সায়েন্স, লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে যে-কোনো বিএসসি ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে অন্তত ১ বছরের ডিপ্লোমা। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ২৯ আগস্ট ২০১৮ তারিখের মধ্যে। উচ্চতর যোগ্যতা যেমন এমএসসি, বিটেক, বিই, পিএইচডি ডিগ্রির প্রার্থীরা আবেদন করবেন না।

বয়সসীমা: ২৯ আগস্ট ২০১৮ তারিখে বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: লেভেল ৬, সপ্তম সিপিসি পে ম্যাট্রিক্স (মাসে মোট প্রায় ৫০০০০ টাকা)।

প্রার্থী বাছাই পদ্ধতি: টিয়ার ওয়ান, টু ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। টিয়ার ওয়ান, টিয়ার টু হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। টিয়ার ওয়ানে থাকবে কোয়ান্টিটেটিভ এবিলিটি/ অ্যাপ্টিটিউড, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবিলিটি, জেনারেল অ্যাওয়্যারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ (বেসিক নলেজ), জেনারেল সায়েন্স। মোট ১৫০টি প্রশ্ন, ১৫০ নম্বর। সময় ১২০ মিনিট। টিয়ার টুতে সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশ্ন হবে। ১০০টি প্রশ্ন, ১০০ নম্বর। সময় ৯০ মিনিট। টিয়ার ওয়ান ও টু-এর কোয়ালিফাইং মার্কস ৪০ নম্বর (তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে ৩৫ নম্বর)।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না। ক্রেডিট/ ডেবিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: https://www.drdo.gov.in/drdo/ceptam/ceptamnoticeboard.html লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৪ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০১৮ বিকাল ৫টা পর্যন্ত। একসঙ্গে একাধিক পদের জন্য আবেদন করতে চাইলে আলাদা-আলাদা ভাবে করতে হবে, কিন্তু একই দিনে ভিন্ন-ভিন্ন কেন্দ্রে সিট পড়লে ঝুঁকি নিজের। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.drdo.gov.in ওয়েবসাইটে। হেল্পলাইন নম্বর: ০১১-২৩৮৮২৩২৩.