ডিএলএড পার্ট-টু অসফল, কন্টিনিউইং, সাপ্লি পরীক্ষা ও অনলাইন আবেদনের তারিখ

710
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রাজ্যে দু বছরের ডিএলএড কোর্সের পরীক্ষায় যাঁরা অসফল হয়েছেন বা যাঁদের কন্টিনিউইং/সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে তাঁদের ওই পরীক্ষায় বসার জন্য অনলাইন আবেদন করতে হবে আগামী ১০-১১ ডিসেম্বরের মধ্যে। এই দু-লিঙ্কের যে-কোনোটিতে: www.wbbpe.org বা http://wbprimaryeducation.org

ওই সাইটে রেজিস্ট্রেশন নম্বর দিলে আবেদনের ফর্ম খুলে যাবে। তাতে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে, নির্দেশমতো প্রাসঙ্গিক প্রমাণ পত্রাদির স্ক্যান করা ইমেজ আপলোড করতে হবে ও ফি হিসাবে অনলাইনেই দিতে হবে ৬০০ টাকা। তাঁদের ডিএলএড শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদেরও বলা হয়েছে ১১ ডিসেম্বরের মধ্যে নিজেদের সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের আপলোড করা তথ্যাদি মিলিয়ে দেখে দিতে।

পরীক্ষা শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর। পরীক্ষার সূচি ওই ওয়েবসাইটেই পাওয়া যাবে।

রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদের ৭ ডিসেম্বরের এই বিজ্ঞপ্তি (No.3042/BPE/2018) দেখা যাবে এই লিঙ্কে:  http://www.wbbpe.org/WBBPE_NOTICE/NOTICE_Unsuccessful_Candidates.pdf