ডিজিসিএতে ৪৩ অফিসার

707
0
UPSC Exam Calendar

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণের ডিরেক্টর জেনারেলের অধীনে ১৬ জন এয়ার সেফটি অফিসার (Vacancy No. 18112101624)  ও ৩৭ জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অপারেশনস (Vacancy No. 18112102624)  নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ADVERTISEMENT NO. 21/2018)।

এয়ার সেফটি অফিসার-এর মোট শূন্যপদের মধ্যে অসংরক্ষিত ১২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩। মূল বেতন লেভেল-১০ অনুযায়ী। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরা ৩৫-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন।

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অপারেশনস-এর মোট শূন্যপদের মধ্যে অসংরক্ষিত ১৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৫, ওবিসি ৮। মূল বেতন লেভেল-১১ অনুযায়ী। সিভিল/মেকানিক্যাল/কম্পিউটার সায়েন্স/ইনফর্মেশন টেকনোলজি/ অ্যারোনটিক্যাল/ইলেক্ট্রনিক্স/ইলেক্ট্রিক্যাল শাখার গ্র্যাজুয়েটরা ৩ বছরের অভিজ্ঞতা বা ইলেক্ট্রনিক্স/ফিজিক্সের এমএসসি ডিগ্রিরা ২ বছরের অভিজ্ঞতা বা ইলেক্ট্রনিক্স/ফিজিক্সের বিএসসি ডিগ্রিরা ৫ বছরের অভিজ্ঞতা ও ৪০-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন। অভিজ্ঞতার ক্ষেত্রগুলি সম্বন্ধে জানা যাবে নিচের ওয়েবসাইটে।

সবক্ষেত্রেই বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদির শর্ত পূরণ করতে হবে ১৩-১২-২০১৮ রাত ১১-৫৯ মিনিটের মধ্যে।

আবেদন করতে হবে অনলাইনে, http://www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে। নিজের ইমেল আইডি ও মোবাইল থাকতে হবে। প্রাসঙ্গিক প্রমাণপত্রাদির স্ক্যান করা কপি আপলোড করতে হবে নির্দেশমতো। আবেদনের পর তার প্রিন্ট-আউট নিতে হবে ১৪ ডিসেম্বর রাত ১১-৫৯ মিনিটের মধ্যে। আবেদনের ফি ২৫ টাকা, দিতে হবে অনলাইনে বা ব্যাঙ্ক চালান ডাউনলোড করে স্টেট ব্যাঙ্কে। বিস্তারিত জানা যাবে এই লিঙ্কে:

http://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo-21-2018-Engl_1.pdf