দক্ষিণ দিনাজপুরের স্কুলে চাকরি

478
0

ডেপুটেশন ভ্যাকান্সিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে বাংলায় বিএ পাশ, বিএড, ওবিসি এ অ্যাসিস্ট্যান্ট টিচার চাই।

যাবতীয় প্রমাণপত্রাদির এক সেট জেরক্স ও বায়োডেটা সহ ২৩ জুলাই ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: The President, Kushmandi High School, PO Kushmandi, Dist D/Dinajpur, 733132.